يَا أَرْحَمَ الرَّاحِمِينَ فَرِّجْ عَلَى الْمُسْلِمِين
হে সবচেয়ে দয়ালু, মুসলমানদের চিন্তা দূর করো
يَا أَرْحَـمَ الرَّاحِمِينْ
يَا أَرْحَـمَ الرَّاحِمِينْ
হে দয়ালুদের মধ্যে সর্বাধিক দয়ালু
হে দয়ালুদের মধ্যে সর্বাধিক দয়ালু
يَا أَرْحَـمَ الرَّاحِمِينْ
فَــرِّجْ عَلَى الْمُسْلِمِينْ
হে দয়ালুদের মধ্যে সর্বাধিক দয়ালু
মুসলমানদের মুক্তি দিন
separator
يَا رَبَّنَــا يَا كَرِيـــمْ
يَا رَبَّنَــا يَا رَحِيـــمْ
হে আমাদের প্রভু, হে উদার
হে আমাদের প্রভু, হে দয়ালু
أَنْـتَ الْجَــوَادُ الحَلِيـمْ
وَأَنْـتَ نِعْـمَ الْمُعِــينْ
আপনি উদার, সহনশীল
এবং আপনি সর্বোত্তম সহায়ক
وَلَيْسَ نَرْجُو سِوَاكْ
فَادْرِكْ إِلَهِي دَرَاكْ
এবং আমরা আপনার ছাড়া আর কারও আশা করি না
তাহলে আমাদের উদ্ধার করুন, হে আমার ঈশ্বর, উদ্ধার করুন
قَبْلَ الْفَنَــا وَالْهَــلَاكْ
يَعُــمُّ دُنْيَــا وَدِيــنْ
বিনাশ ও ধ্বংসের আগে
যা বিশ্ব ও ধর্মকে ঘিরে ফেলে
separator
يَا أَرْحَـمَ الرَّاحِمِينْ
يَا أَرْحَـمَ الرَّاحِمِينْ
হে দয়ালুদের মধ্যে সর্বাধিক দয়ালু
হে দয়ালুদের মধ্যে সর্বাধিক দয়ালু
يَا أَرْحَـمَ الرَّاحِمِينْ
فَــرِّجْ عَلَى الْمُسْلِمِينْ
হে দয়ালুদের মধ্যে সর্বাধিক দয়ালু
মুসলমানদের মুক্তি দিন
separator
وَمَــا لَنَــا رَبَّنَـــا
سِــوَاكَ يَـا حَسْـــبَنَا
এবং আমাদের কেউ নেই, হে আমাদের প্রভু
আপনার ছাড়া, হে আমাদের যথেষ্ট
يَا ذَا الْعُــلَا وَالْغِنَـــا
وَيَـا قَــوِيْ يَـا مَتِــــينْ
হে মহিমা ও সম্পদের অধিকারী
হে শক্তিশালী, হে দৃঢ়
نَسْـأَلُكْ وَالِي يُقِيـمْ
اَلْعَـدْلَ كَيْ نَسْـتَـقِيمْ
আমরা আপনার কাছে একজন অভিভাবক চাই
ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে যাতে আমরা সঠিকভাবে চলতে পারি
عَلَى هُـدَاكَ الْقَوِيمْ
وَلَا نُطِـيـعُ اللَّعِــينْ
আপনার সোজা পথনির্দেশে
এবং অভিশপ্তকে অনুসরণ না করি
separator
يَا أَرْحَـمَ الرَّاحِمِينْ
يَا أَرْحَـمَ الرَّاحِمِينْ
হে দয়ালুদের মধ্যে সর্বাধিক দয়ালু
হে দয়ালুদের মধ্যে সর্বাধিক দয়ালু
يَا أَرْحَـمَ الرَّاحِمِينْ
فَــرِّجْ عَلَى الْمُسْلِمِينْ
হে দয়ালুদের মধ্যে সর্বাধিক দয়ালু
মুসলমানদের মুক্তি দিন
separator
يَـا رَبَّنَا يَـا مُجِيــبْ
أَنْتَ السَّمِيعُ الْقَرِيبْ
হে আমাদের প্রভু, হে প্রতিক্রিয়াশীল
আপনি সর্বশ্রোতা, নিকটবর্তী
ضَـاقَ الْوَسِـيعُ الرَّحِيبْ
فَانْظُـرْ إِلَى الْمُؤْمِنِــينْ
প্রশস্ত, বিস্তৃত সংকীর্ণ হয়ে গেছে
তাহলে বিশ্বাসীদের দিকে তাকান
نَظْــرَهْ تُزِيلُ الْعَنَا
عَنَّـا وَتُدْنِي الْمُنَى
একটি দৃষ্টি যা কষ্ট দূর করে
আমাদের থেকে এবং ইচ্ছাগুলি নিয়ে আসে
مِنَّـا وَكُلَّ الْهَنَا
نُعْطَـاهُ فِي كُلِّ حِـينْ
আমাদের কাছে এবং সমস্ত সুখ
আমরা সব সময়ে প্রাপ্ত হই
separator
يَا أَرْحَـمَ الرَّاحِمِينْ
يَا أَرْحَـمَ الرَّاحِمِينْ
হে দয়ালুদের মধ্যে সর্বাধিক দয়ালু
হে দয়ালুদের মধ্যে সর্বাধিক দয়ালু
يَا أَرْحَـمَ الرَّاحِمِينْ
فَــرِّجْ عَلَى الْمُسْلِمِينْ
হে দয়ালুদের মধ্যে সর্বাধিক দয়ালু
মুসলমানদের মুক্তি দিন
separator
سَـالَكْ بِجَـاهِ الجُـدُودْ
وَالِي يُقِيـمُ الْحُـدُودْ
আমরা পূর্বপুরুষদের সম্মানের দ্বারা প্রার্থনা করি
একজন অভিভাবক যিনি সীমা প্রতিষ্ঠা করেন
عنَّـا وَيَكْفِـي الْحَسُـودْ
وَيَدْفَــعُ الظَّالِمِـينْ
আমাদের থেকে এবং হিংসুকদের বিরুদ্ধে যথেষ্ট
এবং অত্যাচারীদের প্রতিহত করে
يُزِيــلُ لِلْمُـنْــكَرَاتْ
يُقِـيــمُ لِلصَّــلَوَاتْ
অসৎ কাজগুলি দূর করে
প্রার্থনাগুলি প্রতিষ্ঠা করে
يَأْمُــرُ بِالصَّـالِحَـاتْ
مُحِــبٌّ لِلصَّــالِحِينْ
সৎ কাজের আদেশ দেয়
ধার্মিকদের ভালোবাসে
separator
يَا أَرْحَـمَ الرَّاحِمِينْ
يَا أَرْحَـمَ الرَّاحِمِينْ
হে দয়ালুদের মধ্যে সর্বাধিক দয়ালু
হে দয়ালুদের মধ্যে সর্বাধিক দয়ালু
يَا أَرْحَـمَ الرَّاحِمِينْ
فَــرِّجْ عَلَى الْمُسْلِمِينْ
হে দয়ালুদের মধ্যে সর্বাধিক দয়ালু
মুসলমানদের মুক্তি দিন
separator
يُزِيـحُ كُلَّ الحَـرَامْ
يَقْهَـرُ كُلَّ الطَّغَـامْ
সব নিষিদ্ধ জিনিস দূর করে
সব অত্যাচারীদের পরাজিত করে
يَعْـدِلُ بَـيْنَ الْأَنَـامْ
وَيُؤْمِــنُ الْخَائِفِــينْ
মানুষের মধ্যে ন্যায়বিচার করে
এবং ভীতদের নিরাপত্তা দেয়
رَبِّ اسْـقِنَا غَيْـثَ عَـامْ
نَافِـعُ مُبَـارَكْ دَوَامْ
হে প্রভু, আমাদের প্রচুর বৃষ্টি দিন
উপকারী, আশীর্বাদপূর্ণ, চিরস্থায়ী
يَـدُومُ فِي كُلِّ عَـامْ
عَـلَى مَمَـرِّ السِّــنِينْ
যা প্রতি বছর অব্যাহত থাকে
বছরের পর বছর ধরে
separator
يَا أَرْحَـمَ الرَّاحِمِينْ
يَا أَرْحَـمَ الرَّاحِمِينْ
হে দয়ালুদের মধ্যে সর্বাধিক দয়ালু
হে দয়ালুদের মধ্যে সর্বাধিক দয়ালু
يَا أَرْحَـمَ الرَّاحِمِينْ
فَــرِّجْ عَلَى الْمُسْلِمِينْ
হে দয়ালুদের মধ্যে সর্বাধিক দয়ালু
মুসলমানদের মুক্তি দিন
separator
رَبِّ احْيِنَـا شَـاكِرِينْ
وَ تَوَفَّـنَـا مُسْلِـمِينْ
হে প্রভু, আমাদের কৃতজ্ঞ করে বাঁচান
এবং মুসলমান হিসেবে মৃত্যু দিন
نُبْعَـثْ مِنَ الْآمِنِـينْ
فِي زُمْــرَةِ السَّـابِقِينْ
এবং নিরাপদদের মধ্যে পুনরুত্থিত করুন
অগ্রগামীদের সঙ্গের মধ্যে
بِجَـاهِ طَـهَ الرَّسُــولْ
جُـدْ رَبَّنَــا بِالْقَبُـولْ
তাহা রাসূলের সম্মানের দ্বারা
আমাদের প্রভু, গ্রহণযোগ্যতা দান করুন
وَهَبْ لَنَــا كُلَّ سُــولْ
رَبِّ اسْــتَجِبْ لِي أَمِــينْ
এবং আমাদের প্রতিটি ইচ্ছা পূরণ করুন
হে প্রভু, আমাকে সাড়া দিন, আমিন
separator
يَا أَرْحَـمَ الرَّاحِمِينْ
يَا أَرْحَـمَ الرَّاحِمِينْ
হে দয়ালুদের মধ্যে সর্বাধিক দয়ালু
হে দয়ালুদের মধ্যে সর্বাধিক দয়ালু
يَا أَرْحَـمَ الرَّاحِمِينْ
فَــرِّجْ عَلَى الْمُسْلِمِينْ
হে দয়ালুদের মধ্যে সর্বাধিক দয়ালু
মুসলমানদের মুক্তি দিন
separator
عَطَــاكَ رَبِّي جَزِيـلْ
وَكُلُّ فِعْلِـكْ جَمِيـلْ
আপনার দান, হে আমার প্রভু, প্রচুর
এবং আপনার সমস্ত কাজ সুন্দর
وَفِيـكَ أَمَلْنَـا طَوِيـلْ
فَجُـدْ عَـلَى الطَّامِعِــينْ
এবং আপনার মধ্যে আমাদের আশা দীর্ঘ
তাহলে আশাবাদীদের প্রতি উদার হন
يَارَبِّ ضَـاقَ الْخِنَـاقْ
مِنْ فِعْلِ مَـا لَا يُطَـاقْ
হে প্রভু, সংকোচন কঠিন হয়ে গেছে
অসহনীয় কাজের কারণে
فَامْنُنْ بِفَـكِّ الْغَـلَاقْ
لِمَـنْ بِذَنْبِــهِ رَهِـــينْ
তাহলে বন্ধন থেকে মুক্তি দিন
যারা তাদের পাপের দ্বারা বন্দী
separator
يَا أَرْحَـمَ الرَّاحِمِينْ
يَا أَرْحَـمَ الرَّاحِمِينْ
হে দয়ালুদের মধ্যে সর্বাধিক দয়ালু
হে দয়ালুদের মধ্যে সর্বাধিক দয়ালু
يَا أَرْحَـمَ الرَّاحِمِينْ
فَــرِّجْ عَلَى الْمُسْلِمِينْ
হে দয়ালুদের মধ্যে সর্বাধিক দয়ালু
মুসলমানদের মুক্তি দিন
separator
وَاغْفِـرْ لِكُلِّ الذُّنُـوبْ
وَ اسْــتُرْ لِـكُلِّ الْعُيُــوبْ
এবং সমস্ত পাপ ক্ষমা করুন
এবং সমস্ত ত্রুটি গোপন করুন
وَاكْشِـفْ لِـكُلِّ الْكُرُوبْ
وَ اكْـفِ أَذَى الْمُؤْذِيـــينْ
এবং সমস্ত কষ্ট দূর করুন
এবং ক্ষতিকারকদের ক্ষতি থেকে যথেষ্ট করুন
وَاخْتِـمْ بِأَحْسَـنْ خِتَـامْ
إِذَا دَنَـا الْاِنْصِـــرَامْ
এবং সর্বোত্তম সমাপ্তি দিয়ে শেষ করুন
যখন শেষ সময় ঘনিয়ে আসে
وَحَـانَ حِـينُ الْحِمَامْ
وَزَادَ رَشْـحُ الْجَبِـــينْ
এবং মৃত্যুর সময় আসে
এবং কপালের ঘাম বাড়ে
separator
يَا أَرْحَـمَ الرَّاحِمِينْ
يَا أَرْحَـمَ الرَّاحِمِينْ
হে দয়ালুদের মধ্যে সর্বাধিক দয়ালু
হে দয়ালুদের মধ্যে সর্বাধিক দয়ালু
يَا أَرْحَـمَ الرَّاحِمِينْ
فَــرِّجْ عَلَى الْمُسْلِمِينْ
হে দয়ালুদের মধ্যে সর্বাধিক দয়ালু
মুসলমানদের মুক্তি দিন
separator
ثُـمَّ الصَّـلَاةْ وَالسَّـلَامْ
عَـلَى شَـفِيْعِ الْأَنَــامْ
তাহলে প্রার্থনা ও শান্তি
মানবজাতির সুপারিশকারীর উপর
وَالْآلِ نِعْـمَ الْكِــرَامْ
وَ الصَّحْــبِ وَالتَّابِعِــينْ
এবং পরিবার, মহৎজনেরা
এবং সঙ্গী ও অনুসারীরা