طَابَ قَلبِي وَ سُقِي كَأْسَ الهَنَا
আমার হৃদয় আনন্দিত হলো এবং সুখের পেয়ালা প্রদান করা হলো
الله الله الله الله رَبُّنَا
الله الله الله الله حَسْبُنَا
আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আমাদের প্রভু
আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আমাদের যথেষ্ট
رَبِّ وَاجْمَعْ الله يَا مَوْلَايْ
رَبِّ وَاجْمَعْ بِالمُشَفَّعْ شَمْلَنَا
হে প্রভু, মিলিত করো - আল্লাহ আমার প্রভু -
হে প্রভু, মিলিত করো আমাদের ব্যাপারসমূহ সুপারিশকারীর দ্বারা!
separator
طَابَ قَلْبِي وَ سُقِي كَأْسَ الهَنَا
وَ حَبِيبُ القَلْبِ مِنِّي قَدْ دَنَا
আমার হৃদয় শান্তিতে আছে এবং আনন্দের পানীয় দ্বারা পুষ্ট হয়েছে
কারণ আমার হৃদয়ের প্রিয়জন আমার কাছে এসেছে
فَتَشَعْشَعْ الله يَا مَوْلَايْ
نُورُهُ فِي القَلْبِ بَدْرَاً حَسَنَا
তার আলো ঘিরে ফেলেছে
হৃদয়কে উজ্জ্বল পূর্ণিমার চাঁদের মতো।
separator
الله الله الله الله رَبُّنَا
الله الله الله الله حَسْبُنَا
আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আমাদের প্রভু
আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আমাদের যথেষ্ট
رَبِّ وَاجْمَعْ الله يَا مَوْلَايْ
رَبِّ وَاجْمَعْ بِالمُشَفَّعْ شَمْلَنَا
হে প্রভু, মিলিত করো - আল্লাহ আমার প্রভু -
হে প্রভু, মিলিত করো আমাদের ব্যাপারসমূহ সুপারিশকারীর দ্বারা!
separator
فَصَفَا حَالِي وَ نِلْتُ مِنَنَا
وَاسِعَاتٍ يَا لَهَذَاكَ السَّنَا
অতএব, আমার অবস্থা পরিশুদ্ধ হয়েছে,
এবং আমি এই দানশীলতার কারণে বিশাল অনুগ্রহ পেয়েছি,
جُودْ أَوْسَعْ الله يَا مَوْلَايْ
فَوْقَ إِدْرَاكِ الألِـبَّـا الفُطَنَا
এগুলি মহান আউটপোরিংস,
যা বুদ্ধিমান বিশাল মনও বুঝতে পারে না।
separator
الله الله الله الله رَبُّنَا
الله الله الله الله حَسْبُنَا
আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আমাদের প্রভু
আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আমাদের যথেষ্ট
رَبِّ وَاجْمَعْ الله يَا مَوْلَايْ
رَبِّ وَاجْمَعْ بِالمُشَفَّعْ شَمْلَنَا
হে প্রভু, মিলিত করো - আল্লাহ আমার প্রভু -
হে প্রভু, মিলিত করো আমাদের ব্যাপারসমূহ সুপারিশকারীর দ্বারা!
separator
مِنَحُ اللهِ تَعَالَى رَبِّنَا
جَلَّ عَنْ حَصْرٍ عَطَاهُ حَسْبُنَا
ঈশ্বরের দান, আমাদের প্রভু,
আমাদের যথেষ্ট, গণনা বা বোঝার বাইরে
بِالمُشَفَّعْ الله يَا مَوْلَايْ
عَبْدِهِ المُخْتَارِ وَافَانَا الهَنَا
সুপারিশকারীর গুণে,
তার নির্বাচিত দাস, তার অনুগ্রহ আমাদের আলিঙ্গন করেছে।
separator
الله الله الله الله رَبُّنَا
الله الله الله الله حَسْبُنَا
আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আমাদের প্রভু
আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আমাদের যথেষ্ট
رَبِّ وَاجْمَعْ الله يَا مَوْلَايْ
رَبِّ وَاجْمَعْ بِالمُشَفَّعْ شَمْلَنَا
হে প্রভু, মিলিত করো - আল্লাহ আমার প্রভু -
হে প্রভু, মিলিত করো আমাদের ব্যাপারসমূহ সুপারিশকারীর দ্বারা!
separator
إنَّهُ خَيْرُ البَرَايَا ذُخْرُنَا
جَامِعَ اسْرَارِ المَزَايَا فَخْرُنَا
তিনি সৃষ্টির সেরা এবং আমাদের ধন।
তিনি পরিপূর্ণতার গোপনীয়তার বাহক এবং আমাদের গর্ব।
قَدْرُهْ اَرْفعْ الله يَا مَوْلَايْ
كُلِّ قَدْرٍ بَاطِنَا وَ عَلَنَا
তার অবস্থান উঁচু,
এর প্রতিটি অভ্যন্তরীণ এবং বাহ্যিক প্রকাশ।
separator
الله الله الله الله رَبُّنَا
الله الله الله الله حَسْبُنَا
আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আমাদের প্রভু
আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আমাদের যথেষ্ট
رَبِّ وَاجْمَعْ الله يَا مَوْلَايْ
رَبِّ وَاجْمَعْ بِالمُشَفَّعْ شَمْلَنَا
হে প্রভু, মিলিত করো - আল্লাহ আমার প্রভু -
হে প্রভু, মিলিত করো আমাদের ব্যাপারসমূহ সুপারিশকারীর দ্বারা!
separator
فَهْوَ مَحْبُوبُ الإلَهِ رَبِّنَا
خَاتَمُ الرُّسْلِ الكِرَامِ الأُمَنَا
তিনি সর্বশক্তিমানের প্রিয়, আমাদের প্রভু।
বিশ্বাসযোগ্য মর্যাদাপূর্ণ নবীদের সীল
المُشَفَّعْ الله يَا مَوْلَايْ
قَبْلَ كُلِّ شَافِعٍ يَوْمَ العَنَا
যার সুপারিশ গ্রহণযোগ্য
মহা কষ্টের দিনে অন্য যে কোনো সুপারিশকারীর আগে।
separator
الله الله الله الله رَبُّنَا
الله الله الله الله حَسْبُنَا
আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আমাদের প্রভু
আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আমাদের যথেষ্ট
رَبِّ وَاجْمَعْ الله يَا مَوْلَايْ
رَبِّ وَاجْمَعْ بِالمُشَفَّعْ شَمْلَنَا
হে প্রভু, মিলিত করো - আল্লাহ আমার প্রভু -
হে প্রভু, মিলিত করো আমাদের ব্যাপারসমূহ সুপারিশকারীর দ্বারা!
separator
أحْمَدُ المَحْمُودُ طَهَ حِصْنُنَا
سَيِّدُ السَّادَاتِ طُرَّاً حِرْزُنَا
আহমদ প্রশংসনীয়, তাহা, তিনি আমাদের দুর্গ।
সকল সাইয়্যিদের প্রভু, তিনি আমাদের নিরাপদ আশ্রয়।
حِصْنْ أَمْنَعْ الله يَا مَوْلَايْ
مِنْ جَمِيعِ السُّوءِ ثَمَّ وَهُنَا
একটি অপ্রবেশযোগ্য দুর্গ
সব খারাপ এবং মন্দ থেকে।
separator
الله الله الله الله رَبُّنَا
الله الله الله الله حَسْبُنَا
আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আমাদের প্রভু
আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আমাদের যথেষ্ট
رَبِّ وَاجْمَعْ الله يَا مَوْلَايْ
رَبِّ وَاجْمَعْ بِالمُشَفَّعْ شَمْلَنَا
হে প্রভু, মিলিত করো - আল্লাহ আমার প্রভু -
হে প্রভু, মিলিত করো আমাদের ব্যাপারসমূহ সুপারিশকারীর দ্বারা!
separator
يَا عَظِيمَ المَنِّ إِجْمَعْ شَمْلَنَا
بِحَبِيبِكْ وَجْهَهُ رَبْ أرِنَا
হে মহান উদারতার অধিকারী, আমাদের একত্রিত করো
আমাদের প্রিয়জনের গুণে এবং আমাদের তার মুখ দেখাও, হে প্রভু!
نَتَمَتَّعْ الله يَا مَوْلَايْ
بِشُّهُودٍ لِلْجَمَالِ وَالسَّنَا
যাতে আমরা আনন্দিত হতে পারি
তার সৌন্দর্য এবং মহিমা প্রত্যক্ষ করে।
separator
الله الله الله الله رَبُّنَا
الله الله الله الله حَسْبُنَا
আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আমাদের প্রভু
আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আমাদের যথেষ্ট
رَبِّ وَاجْمَعْ الله يَا مَوْلَايْ
رَبِّ وَاجْمَعْ بِالمُشَفَّعْ شَمْلَنَا
হে প্রভু, মিলিত করো - আল্লাহ আমার প্রভু -
হে প্রভু, মিলিত করো আমাদের ব্যাপারসমূহ সুপারিশকারীর দ্বারা!
separator
فِي مَقَامِ القُرْبِ نَطْعَمْ وَصْلَنَا
مِنْ حَبِيْبٍ وَصْفُهُ ثُمَّ دَنَا
নিকটতার অবস্থানে, আমাদের আধ্যাত্মিক নৈকট্য স্বাদ নিতে দাও
প্রিয়জনের কাছে, যিনি "যিনি কাছে এসেছিলেন" দ্বারা চিহ্নিত
مَنْ تَجَمَّعْ الله يَا مَوْلَايْ
فِيهِ كُلُّ الحُسْنِ سِرَّاً عَلَنَا
যার মধ্যে সমস্ত সৌন্দর্য একত্রিত হয়েছে
গোপনে এবং প্রকাশ্যে।
separator
الله الله الله الله رَبُّنَا
الله الله الله الله حَسْبُنَا
আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আমাদের প্রভু
আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আমাদের যথেষ্ট
رَبِّ وَاجْمَعْ الله يَا مَوْلَايْ
رَبِّ وَاجْمَعْ بِالمُشَفَّعْ شَمْلَنَا
হে প্রভু, মিলিত করো - আল্লাহ আমার প্রভু -
হে প্রভু, মিলিত করো আমাদের ব্যাপারসমূহ সুপারিশকারীর দ্বারা!
separator
وَ بِهِ ارْبُطْ كُلَّ حَالٍ حَبْلَنَا
فِيْ الدُّنَا وَ بَرْزَخٍ وَ حَشْرِنَا
তার দ্বারা, আমাদের সব সময় আধ্যাত্মিকভাবে সংযুক্ত রাখো,
এই পৃথিবীতে, মধ্যবর্তী রাজ্যে এবং পরকালে।
وَبِأَرْفَعْ اللهْ يَا مَوْلَايْ
دَرَجِ الفِرْدَوْسِ مَعْ أَصْحَابِنَا
এবং সর্বোচ্চ স্তরে
ফিরদাউসের, আমাদের সঙ্গীদের সাথে আমাদের মিলিত করো।
separator
الله الله الله الله رَبُّنَا
الله الله الله الله حَسْبُنَا
আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আমাদের প্রভু
আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আমাদের যথেষ্ট
رَبِّ وَاجْمَعْ الله يَا مَوْلَايْ
رَبِّ وَاجْمَعْ بِالمُشَفَّعْ شَمْلَنَا
হে প্রভু, মিলিত করো - আল্লাহ আমার প্রভু -
হে প্রভু, মিলিত করো আমাদের ব্যাপারসমূহ সুপারিশকারীর দ্বারা!
separator
رَبِّ مِنْ غَيْرِ امْتِحَانٍ أَوْ عَنَا
أَوْ عَذَابٍ فِي هُنَاكَ أَوْ هُنَا
হে প্রভু, পরীক্ষা বা কষ্ট ছাড়াই,
না শাস্তি বা অসুবিধা, এখানে বা পরবর্তী জীবনে।
رَبِّ فَاسْمَعْ الله يَا مَوْلَايْ
يَا وَسِيعَ الجُودِ حَقِّقْ سُؤْلَنَا
হে প্রভু, আমাদের আবেদন শুনো!
হে যার উদারতা বিশাল, আমাদের প্রার্থনা পূর্ণ করো।
separator
الله الله الله الله رَبُّنَا
الله الله الله الله حَسْبُنَا
আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আমাদের প্রভু
আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আমাদের যথেষ্ট
رَبِّ وَاجْمَعْ الله يَا مَوْلَايْ
رَبِّ وَاجْمَعْ بِالمُشَفَّعْ شَمْلَنَا
হে প্রভু, মিলিত করো - আল্লাহ আমার প্রভু -
হে প্রভু, মিলিত করো আমাদের ব্যাপারসমূহ সুপারিশকারীর দ্বারা!
separator
صَلِّ يَا رَبِّ عَلَى سَيِّدِنَا
أَحْمَدٍ وَالِهْ مَطَالِعْ سَعْدِنَا
আশীর্বাদ পাঠাও, হে প্রভু, আমাদের প্রভুর উপর
আহমদ এবং তার পরিবার, আমাদের সুখের শীর্ষ বিন্দু।
غَيْثْ يَهْمَعْ الله يَا مَوْلَايْ
والصَّحَابَةْ وَالَّذِيْ قَدْ وَدَّنَا
তাদের উপর ঈশ্বরীয় বৃষ্টির প্রবাহ এবং প্রবাহ,
সঙ্গী এবং যারা আমাদের ভালোবাসে।