يَا هَنَانَـــا يَا هَنَانَـــا
يَا هَنَانَـــا يَا هَنَانَـــا
হে আনন্দ! হে আনন্দ!
হে আনন্দ! হে আনন্দ!
ظَهَرَ الدِّينُ الـمُؤَيَّدْ
بِظُهُورِ النَّبِـي أَحْمَدْ
আল্লাহর সাহায্যে ধর্ম প্রকাশিত
নবী আহমদ ﷺ এর প্রকাশের সাথে
يَا هَنَانَـــا بِـمُـحَمَّدْ
ذَلِكَ الفَضْلُ مِنَ الله
মুহাম্মদ ﷺ এর সাথে আমাদের আনন্দ!
এটি আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ
خُصَّ بِالسَّبْعِ الـمَثَانِي
وَحَوَى لُطْفَ الـمَعَانِي
তিনি সাতটি পুনরাবৃত্তির সাথে সম্মানিত
এবং তাদের সূক্ষ্ম অর্থ ধারণ করেছেন
مَا لَهُ فِي الخَلْقِ ثَانِي
وَعَلَيْهِ أَنْـزَلَ الله
তাঁর সৃষ্টিতে কোনো সমকক্ষ নেই
এবং আল্লাহ তাঁর উপর অবতীর্ণ করেছেন
مِن مَكَّةَ لَـمَّا ظَهَرْ
لِأَجْلِهِ انْشَقَّ القَمَرْ
মক্কায় যখন তিনি প্রকাশিত হলেন
তাঁর জন্য চাঁদ দ্বিখণ্ডিত হল
وَافْتَخَرَتْ آلُ مُضَرْ
بِهِ عَلَى كُلِّ الأَنَامِ
মুদার বংশ গর্বিত
তাঁর মাধ্যমে সমস্ত মানবজাতির উপর
أَطْيَبُ النَّاسِ خَلْقاً
وَأَجَلُّ النَّاسِ خُلْقاً
সবচেয়ে পবিত্র মানুষ আকারে
এবং চরিত্রে সর্বশ্রেষ্ঠ
ذِكْرُهُ غَرْبًا وَشَرْقًا
سَائِرٌ وَالـحَمْدُ لِلّه
পশ্চিমে ও পূর্বে তাঁর স্মরণ
চলমান; এবং সমস্ত প্রশংসা আল্লাহর জন্য
صَلُّوا عَلَى خَيْرِ الأَنَامِ
الـمُصْطَفَى بَدْرِ التَّمَامِ
মানবজাতির সেরা, নির্বাচিত, পূর্ণিমার চাঁদ
তাঁর উপর শান্তি ও আশীর্বাদ বর্ষিত হোক
صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا
يَشْفَعْ لَنَا يَومَ الزِّحَامِ
তাঁর উপর শান্তি ও আশীর্বাদ বর্ষিত হোক
তিনি আমাদের জন্য সুপারিশ করবেন ভিড়ের দিনে