رَبِيعْ أَقْبَلْ عَلَيْنَا مَرْحَباً بِالرَّبِيعْ
رَبِيعُنَا ذِكْرُ مَنْ جَاهُهْ لَدَى الله وَسِيعْ
রবী উন্মুক্ত হয়েছে আমাদের দিকে, স্বাগতম হে রবী
আমাদের রবী সেই ব্যক্তির স্মরণ যার মর্যাদা আল্লাহর কাছে বিশাল
المُصْطَفَى الزَّينْ أَكْرَمْ بَلْ وَأَوَّلْ شَفِيعْ
فَاسْمَعْ دُعَانَا بِهِ يَا رَبَّنَا يَا سَمِيعْ
মুস্তাফা, মহিমান্বিত, প্রথম এবং সর্বশ্রেষ্ঠ সুপারিশকারী
তাহলে তাঁর মাধ্যমে আমাদের প্রার্থনা শুনুন হে আমাদের সর্বশ্রোতা প্রভু
رَبِيعْ أَقْبَلْ عَلَيْنَا مَرْحَباً بِالرَّبِيعْ
رَبِيعُنَا ذِكْرُ مَنْ جَاهُهْ لَدَى الله وَسِيعْ
রবী উন্মুক্ত হয়েছে আমাদের দিকে, স্বাগতম হে রবী
আমাদের রবী সেই ব্যক্তির স্মরণ যার মর্যাদা আল্লাহর কাছে বিশাল
وَرَقِّنَا بِهْ إِلَى أَعْلَى المَقَامِ الرَّفِيعْ
نَحُلُّ بِهْ رَبِّي حِصْنَكْ القَوِيَّ المَنِيعْ
তাঁর দ্বারা আমাদের সর্বোচ্চ মর্যাদায় উন্নীত করুন
তাঁর মাধ্যমে, হে প্রভু, আমাদের আপনার অপ্রতিরোধ্য দুর্গে প্রবেশ করান
رَبِيعْ أَقْبَلْ عَلَيْنَا مَرْحَباً بِالرَّبِيعْ
رَبِيعُنَا ذِكْرُ مَنْ جَاهُهْ لَدَى الله وَسِيعْ
রবী উন্মুক্ত হয়েছে আমাদের দিকে, স্বাগতম হে রবী
আমাদের রবী সেই ব্যক্তির স্মরণ যার মর্যাদা আল্লাহর কাছে বিশাল
يَا سَيِّدَ الرُّسْلِ ذَا الحُسْنِ الزَّهِيِّ البَدِيعْ
بِكَ التَّوَسُّلْ إِلَى المَوْلَى العَلِيِّ السَّرِيعْ
হে রাসূলদের নেতা, মহৎ সৌন্দর্যের অধিকারী
আপনার মাধ্যমে আমরা সর্বশক্তিমান প্রভুর কাছে প্রার্থনা করি, যিনি দ্রুত সাড়া দেন
رَبِيعْ أَقْبَلْ عَلَيْنَا مَرْحَباً بِالرَّبِيعْ
رَبِيعُنَا ذِكْرُ مَنْ جَاهُهْ لَدَى الله وَسِيعْ
রবী উন্মুক্ত হয়েছে আমাদের দিকে, স্বাগতম হে রবী
আমাদের রবী সেই ব্যক্তির স্মরণ যার মর্যাদা আল্লাহর কাছে বিশাল
يَا رَبِّ نَظْرَةْ تَعُمّ أُمَّةْ حَبِيبِ الجَمِيعْ
أَصْلِحْ لَهُمْ شَأْنَهُمْ وَاحْوَالَهُمْ يَا سَمِيعْ
হে প্রভু, আপনার দয়ার দৃষ্টি যা আপনার প্রিয়জনের পুরো উম্মাহকে অন্তর্ভুক্ত করে
তাদের বিষয় এবং অবস্থার সংশোধন করুন হে সর্বশ্রোতা
رَبِيعْ أَقْبَلْ عَلَيْنَا مَرْحَباً بِالرَّبِيعْ
رَبِيعُنَا ذِكْرُ مَنْ جَاهُهْ لَدَى الله وَسِيعْ
রবী উন্মুক্ত হয়েছে আমাদের দিকে, স্বাগতম হে রবী
আমাদের রবী সেই ব্যক্তির স্মরণ যার মর্যাদা আল্লাহর কাছে বিশাল
بِجَاهِ طَهَ وَمَنْ قَدْ حَلَّ أَرْضَ البَقِيعْ
خُصُوصَ نُورِ السَّرَائِرْ وَالدَّوَا لِلوَجِيعْ
তাহা'র মর্যাদায় এবং যারা বাকী কবরস্থানে অবস্থান করেছেন
বিশেষত আমাদের হৃদয়ের আলো, যিনি আমাদের কষ্ট লাঘব করেন
رَبِيعْ أَقْبَلْ عَلَيْنَا مَرْحَباً بِالرَّبِيعْ
رَبِيعُنَا ذِكْرُ مَنْ جَاهُهْ لَدَى الله وَسِيعْ
রবী উন্মুক্ত হয়েছে আমাদের দিকে, স্বাগতম হে রবী
আমাদের রবী সেই ব্যক্তির স্মরণ যার মর্যাদা আল্লাহর কাছে বিশাল
البِضْعَةِ الطَّاهِرَةْ ذَاتِ المَقَامِ الرَّفِيعْ
وَكُلِّ عَامِلْ بِشَرْعِكْ مُسْتَقِيمٍ مُطِيعْ
পবিত্র কন্যা, সর্বোচ্চ মর্যাদার অধিকারী
এবং আপনার পবিত্র আইন পালনকারী সকল সৎ ও অনুগত সেবক
رَبِيعْ أَقْبَلْ عَلَيْنَا مَرْحَباً بِالرَّبِيعْ
رَبِيعُنَا ذِكْرُ مَنْ جَاهُهْ لَدَى الله وَسِيعْ
রবী উন্মুক্ত হয়েছে আমাদের দিকে, স্বাগতম হে রবী
আমাদের রবী সেই ব্যক্তির স্মরণ যার মর্যাদা আল্লাহর কাছে বিশাল
عَجِّلْ بِكَشْفِ البَلَا وَكُلِّ أَمْرٍ شَنِيعْ
بِهِمْ بِهِمْ رَبِّ عَجِّلْ بِالإِجَابَةْ سَرِيعْ
তাদের দ্বারা, তাদের দ্বারা! হে প্রভু, দ্রুত আমাদের প্রার্থনার উত্তর দিন!
দুর্যোগ এবং প্রতিটি কঠিন পরিস্থিতি থেকে আমাদের তাত্ক্ষণিক মুক্তি দিন