قَمَرٌ
চাঁদ
قَمَرٌ قَمَرٌ قَمَرٌ سِيدْنَا النَّبِي قَمَرٌ
وَجَمِيلْ وَجَمِيلْ وَجَمِيلْ سِيدْنَا النَّبِي وَجَمِيلْ
চাঁদ, চাঁদ, চাঁদ আমাদের নবী চাঁদ
সুন্দর, সুন্দর, সুন্দর আমাদের নবী সুন্দর
separator
وَأَجْمَلُ مِنْكَ لَمْ تَرَ قَطُّ عَيْنٍ [ الله الله ]
وَأَطْيَبُ مِنْكَ لَمْ تَلِدِ النِّسَآءُ [ الله الله ]
তোমার চেয়ে সুন্দর আর কোনো চোখ দেখেনি [আল্লাহ আল্লাহ]
তোমার চেয়ে পবিত্র আর কোনো নারী জন্ম দেয়নি [আল্লাহ আল্লাহ]
خُلِقْتَ مُبَرَّأً مِنْ كُلِّ عَيْبٍ
كَأَنْكَ قَدْ خُلِقْتَ كَمَا تَشَآءُ
তুমি সৃষ্টি হয়েছো সকল দোষ থেকে মুক্ত
যেন তুমি সৃষ্টি হয়েছো যেমন তুমি চেয়েছিলে
separator
قَمَرٌ قَمَرٌ قَمَرٌ سِيدْنَا النَّبِي قَمَرٌ
وَجَمِيلْ وَجَمِيلْ وَجَمِيلْ سِيدْنَا النَّبِي وَجَمِيلْ
চাঁদ, চাঁদ, চাঁদ আমাদের নবী চাঁদ
সুন্দর, সুন্দর, সুন্দর আমাদের নবী সুন্দর
separator
وَكَفُّ الْمُصْطَفَى كَالْوَرْدِ نَادِي [ الله الله ]
وَعِطْرُهَا يَبْقَى اِذَا مَسَّتْ أَيَادِي [ الله الله ]
আর নির্বাচিতের হাত গোলাপের পাপড়ির মতো কোমল [আল্লাহ আল্লাহ]
তার সুগন্ধ থাকে যখন হাত স্পর্শ করে [আল্লাহ আল্লাহ]
وَعَمَّ نَوَالُهَا كُلَّ العِبَادِ
حَبِيبُ اللهِ يَا خَيْرَ البَرَايَا
তার মহান করুণা ছড়িয়ে পড়েছে সকল মানবজাতিতে
আল্লাহর প্রিয়তম, হে সৃষ্টির শ্রেষ্ঠ!
separator
قَمَرٌ قَمَرٌ قَمَرٌ سِيدْنَا النَّبِي قَمَرٌ
وَجَمِيلْ وَجَمِيلْ وَجَمِيلْ سِيدْنَا النَّبِي وَجَمِيلْ
চাঁদ, চাঁদ, চাঁদ আমাদের নবী চাঁদ
সুন্দর, সুন্দর, সুন্দর আমাদের নবী সুন্দর
separator
كَحِيلُ الطَّرْفِ حَبِيبِي لَوْ تَرَاهُ [ الله الله ]
ضَحُوكُ السِّنَّ لِلْعَاشِقْ رَمَاهُ [ الله الله ]
কাজল চোখের আমার প্রিয়তম, যদি তুমি তাকে দেখতে [আল্লাহ আল্লাহ]
হাসিখুশি, প্রেমিককে মুগ্ধ করে [আল্লাহ আল্লাহ]
بَهِيُّ الطَّلْعَةْ فَالْمَوْلَى اصْطَفَاهُ
وَكُلُّ الخَلْقِ مِن أَنْوَارِ طَهَ
মহান চেহারায়, প্রভু তাকে বেছে নিয়েছেন
আর সমস্ত সৃষ্টি ত্বহা এর আলো থেকে আলোকিত
separator
قَمَرٌ قَمَرٌ قَمَرٌ سِيدْنَا النَّبِي قَمَرٌ
وَجَمِيلْ وَجَمِيلْ وَجَمِيلْ سِيدْنَا النَّبِي وَجَمِيلْ
চাঁদ, চাঁদ, চাঁদ আমাদের নবী চাঁদ
সুন্দর, সুন্দর, সুন্দর আমাদের নবী সুন্দর
separator
وَلَا ظِلُّ لَهُ بَلْ كَانَ نُورَا [ الله الله ]
تَنَالُ الشَّمْسَ مِنْهُ وَالْبُدُورَا [ الله الله ]
তার কোনো ছায়া ছিল না, বরং তিনি ছিলেন আলো [আল্লাহ আল্লাহ]
সূর্য ও চাঁদ উভয়ই তার থেকে উপকৃত হয়েছে [আল্লাহ আল্লাহ]
وَلَمْ يَكُنِ الْهُدَى لَوْلَا ظُهُورَا
وَكُلُّ الْكَوْنِ أَنَارَ بِنُورِ طَهَ
তার আবির্ভাব ছাড়া কোনো পথপ্রদর্শন ছিল না
সমস্ত মহাবিশ্ব ত্বহা এর আলোতে আলোকিত হয়েছে
separator
قَمَرٌ قَمَرٌ قَمَرٌ سِيدْنَا النَّبِي قَمَرٌ
وَجَمِيلْ وَجَمِيلْ وَجَمِيلْ سِيدْنَا النَّبِي وَجَمِيلْ
চাঁদ, চাঁদ, চাঁদ আমাদের নবী চাঁদ
সুন্দর, সুন্দর, সুন্দর আমাদের নবী সুন্দর
separator
وَرِيقُ المُصْطَفَى يَشْفِي العَلِيلَ [ الله الله ]
وَعَيْنُ قَتَادَةَ خُذْهَا دَلِيلَا [ الله الله ]
নির্বাচিতের লালা রোগীকে সুস্থ করে [আল্লাহ আল্লাহ]
কাতাদার চোখকে প্রমাণ হিসেবে নাও [আল্লাহ আল্লাহ]
تَفَلْ فِي الْبِئْرِ أَضْحَتْ سَلْسَبِيلًا
وَصَارَ لِصَحْبِهِ شَهْدًا مُدَامَا
তিনি কূপে থুথু ফেললেন এবং তা প্রবাহিত ঝর্ণা হয়ে গেল
এবং তা তার সঙ্গীদের জন্য মধুর মতো হয়ে গেল।