رَمَضَانُ تَجَلَّى وابْتَسَمَ
রমজান হাসিমুখে উপস্থিত
رَمَضانُ تَجَلّى وَابْتَسَمَ
طُوبَى لِلْعَبْدِ إِذَا اغْتَنَمَ
রমজান উদ্ভাসিত ও হাস্যময়
ধন্য সেই বান্দা, যে এর সুযোগ গ্রহণ করে!
أَرْضَى مَوْلَاهُ بِمَا الْـتَـزَمَ
طُوبَى لِلنَّفْسِ بِـتَـقْوَاهَا
সে তার প্রভুকে সন্তুষ্ট করবে তার পালনকৃত কর্ম দ্বারা
ধন্য সেই আত্মা, তার তাকওয়ার জন্য!
separator
رَمَضَانُ زَمَانُ الحَسَنَاتِ
رَمَضَانُ زَمَانُ البَرَكَاتِ
রমজান হলো সৎকর্মের সময়
রমজান হলো বরকতের সময়
رَمَضَانُ مَجَالُ الصَّلَواتِ
يَسْمُو بَالنَّفْسِ لِمَوْلَاهَا
রমজান হলো প্রার্থনার উপলক্ষ
যার মাধ্যমে আত্মা তার প্রভুর কাছে ওঠে
separator
رَمَضانُ تَجَلّى وَابْتَسَمَ
طُوبَى لِلْعَبْدِ إِذَا اغْتَنَمَ
রমজান উদ্ভাসিত ও হাস্যময়
ধন্য সেই বান্দা, যে এর সুযোগ গ্রহণ করে!
أَرْضَى مَوْلَاهُ بِمَا الْـتَـزَمَ
طُوبَى لِلنَّفْسِ بِـتَـقْوَاهَا
সে তার প্রভুকে সন্তুষ্ট করবে তার পালনকৃত কর্ম দ্বারা
ধন্য সেই আত্মা, তার তাকওয়ার জন্য!
separator
رَمَضَانُ طَهُورُ الأَرْوَاحِ
رَمَضَانُ زَمَانُ الأَفْرَاحِ
রমজান হলো আত্মার পরিশুদ্ধির সময়
রমজান হলো আনন্দের সময়
رَمَضَانُ مَنَارُ الإِصْلَاحِ
فِي دُنْيَا النَّاسِ وَأُخْرَاهَا
রমজান হলো সঠিক পথে পরিচালনার দিশারী
এই জীবনে এবং পরবর্তী জীবনে
separator
رَمَضانُ تَجَلّى وَابْتَسَمَ
طُوبَى لِلْعَبْدِ إِذَا اغْتَنَمَ
রমজান উদ্ভাসিত ও হাস্যময়
ধন্য সেই বান্দা, যে এর সুযোগ গ্রহণ করে!
أَرْضَى مَوْلَاهُ بِمَا الْـتَـزَمَ
طُوبَى لِلنَّفْسِ بِـتَـقْوَاهَا
সে তার প্রভুকে সন্তুষ্ট করবে তার পালনকৃত কর্ম দ্বারা
ধন্য সেই আত্মা, তার তাকওয়ার জন্য!
separator
رَمَضَانُ يُكَفِّرُ مَا فَرَطَا
مِنْ خَطَإِ النَّاسِ وَمَا اخْتَلَطَا
রমজান সংশোধন করে দেয়
মানুষের ভুলত্রুটি ও তাদের ভুল
فَعَسَى مِنْ عَفْوِ اللّٰهِ عَطَا
لِقُلُوبِ الأُمَّةِ يَرْعَاهَا
আল্লাহর ক্ষমার দ্বারা হয়তো
উম্মাহর হৃদয়কে তিনি তার যত্নশীল ভালোবাসায় পূর্ণ করবেন