سِرِّي لَدَيْهَا تَبَدَّى
আমার গোপনীয়তা তার কাছে প্রকাশিত হয়েছে
سِرِّي لَدَيْهَا تَبَدَّى
فَقُلْتُ كُونِـي أَمِينَةْ
আমার গোপন কথা তার কাছে প্রকাশিত হলো
তাই বললাম, "বিশ্বাসী গোপন রক্ষক হও"
يَا نَاقَةَ الشَّوْقِ إنَّا
نَسِيرُ نَحْوَ المَدِينَةْ
ওহ উট, পূর্ণ আকাঙ্ক্ষায়, আমরা সত্যিই
মদিনার দিকে যাচ্ছি!
separator
وَأَبْـحَرَتْ فِي خُطَاهَا
وَالقَلْبُ ذِكْرٌ لِـطَهَ
সে তার পদক্ষেপে যাত্রা করল
যখন হৃদয় তাহার স্মরণে পূর্ণ
وَالعَيْنُ أَجْرَتْ جُـمَـاناً
يَرْوِي جَـمَـالَ المَدِينَةْ
চোখগুলো মুক্তো দিয়ে ভরে উঠল
মদিনার সৌন্দর্য বর্ণনা করছে
separator
سِرِّي لَدَيْهَا تَبَدَّى
فَقُلْتُ كُونِـي أَمِينَةْ
আমার গোপন কথা তার কাছে প্রকাশিত হলো
তাই বললাম, "বিশ্বাসী গোপন রক্ষক হও"
يَا نَاقَةَ الشَّوْقِ إنَّا
نَسِيرُ نَحْوَ المَدِينَةْ
ওহ উট, পূর্ণ আকাঙ্ক্ষায়, আমরা সত্যিই
মদিনার দিকে যাচ্ছি!
separator
فَتَمْـتَمَتْ مُقْلَتَاهَا
وَالدُّرُّ غَنَّى وَتَاهَـ
তাহলে তার চোখ কেঁপে উঠল, অশ্রুতে ভরে উঠল
আর অশ্রুর মুক্তো গাইতে লাগল প্রশংসা আর ছড়িয়ে পড়ল
يَقُولُ حَقًّا سَنَغْدُو
بَعْدَ النَّوَى فِي المَدِينَةْ
বলছে নিশ্চিতভাবে আমাদের যেতে হবে
মদিনায় পৌঁছানোর পর
separator
سِرِّي لَدَيْهَا تَبَدَّى
فَقُلْتُ كُونِـي أَمِينَةْ
আমার গোপন কথা তার কাছে প্রকাশিত হলো
তাই বললাম, "বিশ্বাসী গোপন রক্ষক হও"
يَا نَاقَةَ الشَّوْقِ إنَّا
نَسِيرُ نَحْوَ المَدِينَةْ
ওহ উট, পূর্ণ আকাঙ্ক্ষায়, আমরা সত্যিই
মদিনার দিকে যাচ্ছি!
separator
وَفَاحَ عِطْرُ الْجِنَـانِ
فَمَا مَلَكْتُ جَنَانِي
আর বাগানের সুগন্ধ আমার উপর ভেসে এলো
আর আমি আমার হৃদয় নিয়ন্ত্রণ করতে পারলাম না
كَانَّهُ طَارَ مِنِّي
إِذْ شَمَّ رِيحَ المَدِينَةْ
এমন যেন আমার হৃদয় উড়ে গেল
যখন মদিনার সুগন্ধ পেলাম
separator
سِرِّي لَدَيْهَا تَبَدَّى
فَقُلْتُ كُونِـي أَمِينَةْ
আমার গোপন কথা তার কাছে প্রকাশিত হলো
তাই বললাম, "বিশ্বাসী গোপন রক্ষক হও"
يَا نَاقَةَ الشَّوْقِ إنَّا
نَسِيرُ نَحْوَ المَدِينَةْ
ওহ উট, পূর্ণ আকাঙ্ক্ষায়, আমরা সত্যিই
মদিনার দিকে যাচ্ছি!
separator
أَلْفَيْتُ فِيهَا الحَنَانَا
وَذُقْتُ فِيهَا الْأَمَانَا
আমি সেখানে কোমলতা এবং সহানুভূতি পেলাম
আর আমি সেখানে নিরাপত্তা এবং সুরক্ষা স্বাদ পেলাম
بَلَغْتُ أَسْـمَى جِوَارٍ
لَمَّا رَأَيْتُ المَدِينَةْ
আমি সবচেয়ে মহৎ বাসস্থান এবং প্রতিবেশী পৌঁছালাম
যখন আমি মদিনায় প্রবেশ করলাম