بَيْنَ كَتِفَيْهِ عَلَامَةْ خَاتَمُ الرُّسْلِ الكِرَامِ
তার কাঁধের মধ্যে একটি চিহ্ন রয়েছে, মহৎ রসূলদের সীল।
بَيْنَ كَتِفَيْهِ عَلَامَهْ
خَاتَمُ الرُّسْلِ الكِرَامْ
তার কাঁধের মাঝে একটি চিহ্ন:
সমস্ত মহৎ রসূলদের সীলমোহর
separator
أَشْرَقَ البَدْرُ عَلَيْنَا
وَاخْتَفَى بَدْرَ التَّمَامْ
পূর্ণিমার চাঁদ আমাদের উপর উদ্ভাসিত হয়েছে
এবং পূর্ণ চাঁদ সম্পূর্ণরূপে লুকিয়ে গেছে
separator
مِثْلَ حُسْنِكْ مَا رَأَيْنَا
فِي العِرَاقَيْنِ وَالشَّامْ
তোমার সৌন্দর্যের তুলনা আমরা কখনও দেখিনি
দুই ইরাকে (ইরাক ও ইরান), বা শামে
separator
يَا حَبِيبِي يَا مُحَمَّدْ
يَا عَرُوسَ الخَافِقَيْنِ
হে প্রিয়, হে মুহাম্মদ
হে দুই সৃষ্টির প্রিয়তম
separator
يَا مُؤَيَّدْ يَا مُمَجَّدْ
يَا إِمَامَ القِبْلَتَيْنِ
হে সহায়তাপ্রাপ্ত, হে সম্মানিত
হে দুই কিবলার নেতা
separator
مَنْ رَأَى وَجْهَكَ يَسْعَدْ
يَا كَرِيمَ الوَالِدَيْنِ
যে তোমার মুখ দেখে সে সুখী হয়
হে মহৎ পিতামাতার সন্তান
separator
حَوْضُكَ الصَّافِي المُبَرَّدْ
وِرْدُنَا يَوْمَ الزِّحَامْ
তোমার ঠান্ডা বিশুদ্ধ পানির হাউজ
আমরা পান করব ভিড়ের দিনে
separator
رَبِّي فَاجْعَلْ مُجْتَمَعْنَا
غَايَتُهْ حُسْنُ الخِتَامْ
আমার প্রভু, আমাদের সমাবেশ করো
তার শেষ সুন্দর সীলমোহর
separator
وَأَعْطِنَا مَا قَدْ سَأَلْنَا
مِنْ عَطَايَاكَ الجِسَامْ
এবং আমাদের যা চেয়েছি তা দাও
তোমার বিশাল আশীর্বাদ থেকে
separator
وَأَكْرِمِ الأَرْوَاحَ مِنَّا
بِلِقَا خَيْرِ الأَنَامْ
এবং আমাদের আত্মাগুলোকে সম্মানিত করো
সৃষ্টির শ্রেষ্ঠের সাথে সাক্ষাতে
separator
وَأَبْلِغِ المُخْتَارَ عَنَّا
مِنْ صَلَاةٍ وَسَلَامْ
আমাদের পক্ষ থেকে নির্বাচিতকে পৌঁছাও
আশীর্বাদ ও শান্তি