طَلَعَ البَدْرُ عَلَيْنَا
مِنْ ثَنِيَّاتِ الوَدَاعْ
ওহ পূর্ণ চাঁদ উঠেছে আমাদের উপর
বিদায়ের উপত্যকা থেকে
وَجَبَ الشُّكْرُ عَلَيْنَا
مَا دَعَا لِلَّهِ دَاعْ
আমাদের উপর কৃতজ্ঞতা প্রকাশ করা বাধ্যতামূলক
যখন একজন আহ্বায়ক আল্লাহর দিকে আহ্বান করে
أَيُّهَا المَبْعُوثُ فِينَا
جِئْتَ بِالأَمْرِ المُطَاعْ
হে তুমি যিনি আমাদের মাঝে প্রেরিত
তুমি আনলে মান্য আদেশ
جِئْتَ شَرَّفْتَ المَدِينَةْ
مَرْحَباً يَا خَيْرَ دَاعْ
তুমি এসে আল-মদিনাকে সম্মানিত করেছ
স্বাগতম হে সেরা আহ্বায়ক
طَلَعَ البَدْرُ عَلَيْنَا
مِنْ ثَنِيَّاتِ الوَدَاعْ
ওহ পূর্ণ চাঁদ উঠেছে আমাদের উপর
বিদায়ের উপত্যকা থেকে
وَجَبَ الشُّكْرُ عَلَيْنَا
مَا دَعَا لِلَّهِ دَاعْ
আমাদের উপর কৃতজ্ঞতা প্রকাশ করা বাধ্যতামূলক
যখন একজন আহ্বায়ক আল্লাহর দিকে আহ্বান করে
مَرْحَباً يَا مُصْطَفَانَا
نُورُكَ الغَالِي أَضَاءْ
স্বাগতম আমাদের নির্বাচিত
তোমার মূল্যবান আলো আলোকিত করেছে
رَغْمَ أَنْفِ المُلْحِدِينَ
فَيْضُهُ عَمَّ البِقَاعْ
অবিশ্বাসীদের সত্ত্বেও
এর প্রবাহ ভূমিগুলোকে প্লাবিত করেছে
طَلَعَ البَدْرُ عَلَيْنَا
مِنْ ثَنِيَّاتِ الوَدَاعْ
ওহ পূর্ণ চাঁদ উঠেছে আমাদের উপর
বিদায়ের উপত্যকা থেকে
وَجَبَ الشُّكْرُ عَلَيْنَا
مَا دَعَا لِلَّهِ دَاعْ
আমাদের উপর কৃতজ্ঞতা প্রকাশ করা বাধ্যতামূলক
যখন একজন আহ্বায়ক আল্লাহর দিকে আহ্বান করে
أَشْرَقَتْ شَمْسُ الكَمَالِ
بِكَ يَا بَاهِي الجَمَالْ
তোমার দ্বারা পূর্ণতার সূর্য উদিত হয়েছে
হে সৌন্দর্যের সুন্দর
جَلَّ مَنْ سَوَّاكَ حَقّاً
دَائِمَاً لِلخَيْرِ سَاعْ
মহান যিনি তোমাকে গঠন করেছেন
সত্যিই সর্বদা ভালো খুঁজে
طَلَعَ البَدْرُ عَلَيْنَا
مِنْ ثَنِيَّاتِ الوَدَاعْ
ওহ পূর্ণ চাঁদ উঠেছে আমাদের উপর
বিদায়ের উপত্যকা থেকে
وَجَبَ الشُّكْرُ عَلَيْنَا
مَا دَعَا لِلَّهِ دَاعْ
আমাদের উপর কৃতজ্ঞতা প্রকাশ করা বাধ্যতামূলক
যখন একজন আহ্বায়ক আল্লাহর দিকে আহ্বান করে
صَفْوَةُ البَارِي مُحَمَّدْ
دُرَّةٌ لِلكَائِنَاتْ
সৃষ্টিকর্তার নির্বাচিত মুহাম্মদ
বিশ্বের মুক্তা
مَدْحُهُ بَلْسَمُ رُوحِي
وَ لَهُ يَحْلُو السَّمَاعْ
তাঁর প্রশংসা আমার আত্মার বালসাম
এবং শুনতে মিষ্টি
طَلَعَ البَدْرُ عَلَيْنَا
مِنْ ثَنِيَّاتِ الوَدَاعْ
ওহ পূর্ণ চাঁদ উঠেছে আমাদের উপর
বিদায়ের উপত্যকা থেকে
وَجَبَ الشُّكْرُ عَلَيْنَا
مَا دَعَا لِلَّهِ دَاعْ
আমাদের উপর কৃতজ্ঞতা প্রকাশ করা বাধ্যতামূলক
যখন একজন আহ্বায়ক আল্লাহর দিকে আহ্বান করে
يَا خِتَامَ الأَنْبِيَاءِ
يَا إِمَامَ الأَوْلِيَاءْ
হে নবীদের সীলমোহর
হে আউলিয়াদের নেতা
رَحْمَةً أُرْسِلْتَ طـٰــهَ
مُنْقِذاً بَعْدَ الضَّيَاعْ
তুমি রহমত হিসেবে প্রেরিত হয়েছ, ত্বাহা
অপচয়ের পর রক্ষাকারী
طَلَعَ البَدْرُ عَلَيْنَا
مِنْ ثَنِيَّاتِ الوَدَاعْ
ওহ পূর্ণ চাঁদ উঠেছে আমাদের উপর
বিদায়ের উপত্যকা থেকে
وَجَبَ الشُّكْرُ عَلَيْنَا
مَا دَعَا لِلَّهِ دَاعْ
আমাদের উপর কৃতজ্ঞতা প্রকাশ করা বাধ্যতামূলক
যখন একজন আহ্বায়ক আল্লাহর দিকে আহ্বান করে
صَلَوَاتُ اللهِ تُهْدَى
لَكَ مِنَّا وَ السَّلَامْ
আল্লাহর রহমত উপহার
তোমার কাছে আমাদের পক্ষ থেকে এবং শান্তির অভিবাদন
يَا أَبَا القَاسِمِ يَا مَنْ
أَمْرُهُ دَوْماً مُطَاعْ
হে আবুল কাসিম
হে তুমি যার আদেশ সর্বদা মান্য হয়