صَلَوَاتٌ طَيِّبَاتٌ
لِلحَبِيبْ مَوْلَايْ مُحَمَّدْ
পবিত্র প্রার্থনা
প্রিয়তম আমার প্রভু মুহাম্মদের জন্য
فَاحَ طِيبُ المِسْكِ الفَاحَا
هَيَّجَ القَلْبَ فَبَاحَا
মুস্কের সুগন্ধ বাতাসে ছড়িয়ে পড়ল,
হৃদয়কে উত্তেজিত করল, তার ভালোবাসা ঘোষণা করল!
حَرَّكَ الطَّرْفَ فَنَاحَا
مِنْ غَرَامٍ فِي مُحَمَّدْ
চোখকে অশ্রু ঝরাতে প্ররোচিত করল,
মুহাম্মদের গভীর ভালোবাসায়।
صَلَوَاتٌ طَيِّبَاتٌ
لِلحَبِيبْ مَوْلَايْ مُحَمَّدْ
পবিত্র প্রার্থনা
প্রিয়তম আমার প্রভু মুহাম্মদের জন্য
طَيْبَةُ المُخْتَارِ طَيْبَةْ
حُبُّهَا يَا نَاسُ قُرْبَةْ
বাছাই করা একজনের তাইবা
ওহ মানুষ: তার ভালোবাসা নিকটতা আনে!
لَيْتَنَا يَا قَوْمُ صُحْبَةْ
عِنْدَ مَوْلَانَا مُحَمَّدْ
ইচ্ছা করি আমরা সবাই সঙ্গী হতাম,
আমাদের প্রভু মুহাম্মদের কাছে।
صَلَوَاتٌ طَيِّبَاتٌ
لِلحَبِيبْ مَوْلَايْ مُحَمَّدْ
পবিত্র প্রার্থনা
প্রিয়তম আমার প্রভু মুহাম্মদের জন্য
لَيْتَنَا نَلْقَى الحَبِيبَا
حُبُّهُ أَضْحَى عَجِيبَا
ইচ্ছা করি আমরা প্রিয়জনের সাথে সাক্ষাৎ করতাম;
তার ভালোবাসা সত্যিই বিস্ময়কর হয়ে উঠেছে!
لَيْتَنَا نَسْعَى قَرِيبَا
لِلحَبِيبْ مَوْلَايْ مُحَمَّدْ
ইচ্ছা করি আমরা শীঘ্রই যাত্রা করতাম,
প্রিয়তম, আমার প্রভু মুহাম্মদের কাছে।
صَلَوَاتٌ طَيِّبَاتٌ
لِلحَبِيبْ مَوْلَايْ مُحَمَّدْ
পবিত্র প্রার্থনা
প্রিয়তম আমার প্রভু মুহাম্মদের জন্য
رَوْضَةٌ تَعْلُو العَوَالِي
حُبُّهَا فِي القَلْبِ غَالِي
একটি রওজা এত উচ্চ, এত উচ্চ!
তার ভালোবাসা হৃদয়ে, এত মূল্যবান!
هَيَّمَتْ كُلَّ الرِّجَالِ
عَاشِقِينْ مَوْلَايْ مُحَمَّدْ
এটি সকল পুরুষকে করেছে
আমার প্রভু মুহাম্মদের প্রেমিক।
صَلَوَاتٌ طَيِّبَاتٌ
لِلحَبِيبْ مَوْلَايْ مُحَمَّدْ
পবিত্র প্রার্থনা
প্রিয়তম আমার প্রভু মুহাম্মদের জন্য
نُورُهَا نُورٌ بَدِيعٌ
قَدْرُهَا قَدْرٌ رَفِيعٌ
তার আলো একটি বিস্ময়কর আলো,
তার মূল্য এত উচ্চ!
سَاكِنٌ فِيهَا الشَّفِيعُ
أَكْرَمُ الرُّسْلِ مُحَمَّدْ
তাতে বাস করেন মধ্যস্থকারী,
সবচেয়ে মহৎ বার্তাবাহক: মুহাম্মদ
صَلَوَاتٌ طَيِّبَاتٌ
لِلحَبِيبْ مَوْلَايْ مُحَمَّدْ
পবিত্র প্রার্থনা
প্রিয়তম আমার প্রভু মুহাম্মদের জন্য
مَنْ أَتَاهَا لَيْسَ يَشْقَى
كُلَّ خَيْرٍ سَوْفَ يَلْقَى
যে এতে আসে সে কষ্ট পাবে না,
প্রত্যেক ভালো জিনিস সে পাবে!
دَارُ خَيْرِ الخَلْقِ حَقَّا
الحَبِيبْ مَوْلَايْ مُحَمَّدْ
সৃষ্টির সেরা ঘর, সত্যিই!
প্রিয়তম, আমার প্রভু মুহাম্মদ।
صَلَوَاتٌ طَيِّبَاتٌ
لِلحَبِيبْ مَوْلَايْ مُحَمَّدْ
পবিত্র প্রার্থনা
প্রিয়তম আমার প্রভু মুহাম্মদের জন্য
وَ رَأَيْنَاهُ جِهَارَا
نُورُهُ فَاقَ النَّهَارَا
এবং আমরা তাকে স্পষ্টভাবে উপস্থিত হতে দেখলাম,
তার আলো দিনের আলোকে ছাড়িয়ে গেছে!
قَلْبُ أَهْلِ الحُبِّ طَارَا
لِلحَبِيبْ مَوْلَايْ مُحَمَّدْ
ভালোবাসার মানুষের হৃদয় উড়ে গেল,
প্রিয়তম আমার প্রভু মুহাম্মদের কাছে
صَلَوَاتٌ طَيِّبَاتٌ
لِلحَبِيبْ مَوْلَايْ مُحَمَّدْ
পবিত্র প্রার্থনা
প্রিয়তম আমার প্রভু মুহাম্মদের জন্য
وَ اسْكُبُوا دَمْعَ القُلُوبِ
وَ اشْرَبُوا مَاءَ الغُيُوبِ
হৃদয়ের অশ্রু ঢেলে দাও,
এবং অদৃশ্যের জল পান করো!
لَا تُفَكِّرْ فَي الذُّنُوبِ
شَافِعٌ فِيهَا مُحَمَّدْ
তোমার পাপের কথা ভাবো না,
কারণ তিনি তাদের মধ্যে মধ্যস্থতা করবেন, মুহাম্মদ!
صَلَوَاتٌ طَيِّبَاتٌ
لِلحَبِيبْ مَوْلَايْ مُحَمَّدْ
পবিত্র প্রার্থনা
প্রিয়তম আমার প্রভু মুহাম্মদের জন্য
عِنْدَ رُؤْيَاهُ يَرَانَا
عِنْدَمَا زُرْنَا المَكَانَا
যখন আমরা তাকে সেখানে দেখি, তিনি আমাদের দেখেন,
যখন আমরা সেই আশীর্বাদিত স্থান পরিদর্শন করি,
رَوْضَةٌ فِيهَا هُدَانَا
الحَبِيبْ مَوْلَايْ مُحَمَّدْ
রওজা যেখানে আমাদের পথপ্রদর্শক,
প্রিয়তম আমার প্রভু মুহাম্মদ!
صَلَوَاتٌ طَيِّبَاتٌ
لِلحَبِيبْ مَوْلَايْ مُحَمَّدْ
পবিত্র প্রার্থনা
প্রিয়তম আমার প্রভু মুহাম্মদের জন্য
يَوْمَ عِيدٍ عِندَ قَلْبِي
حِينَمَا لَاقَيْتُ حَبِّي
আমার হৃদয়ের জন্য এটি একটি ঈদের দিন,
যখন আমি আমার প্রিয়জনের সাথে সাক্ষাৎ করি!
خَيْرُ خَلْقِ اللهِ طِبِي
الحَبِيبْ مَوْلَايْ مُحَمَّدْ
সৃষ্টির সেরা, আমার ওষুধ
প্রিয়তম, আমার প্রভু মুহাম্মদ!
صَلَوَاتٌ طَيِّبَاتٌ
لِلحَبِيبْ مَوْلَايْ مُحَمَّدْ
পবিত্র প্রার্থনা
প্রিয়তম আমার প্রভু মুহাম্মদের জন্য
قَدْ أَتَيْنَا فِي جَمَاعَةْ
نَرْتَجِي مِنْكَ الشَّفَاعَةْ
আমরা একটি দলে এসেছি,
তোমার মধ্যস্থতা চাইছি!
شَرْعُكَ المُحْبُوبُ طَاعَةْ
قَدْ أَطَعْنَا يَا مُحَمَّدْ
তোমার প্রিয়তম আইন আনুগত্যের বিষয়ে,
আমরা মান্য করেছি, ওহ মুহাম্মদ!
صَلَوَاتٌ طَيِّبَاتٌ
لِلحَبِيبْ مَوْلَايْ مُحَمَّدْ
পবিত্র প্রার্থনা
প্রিয়তম আমার প্রভু মুহাম্মদের জন্য
رَبَّنَا إِنَّا أَتَيْنَا
مِن بِعَادٍ وَسَعَيْنَا
আমাদের প্রভু আমরা এসেছি,
দূর থেকে আমরা ভ্রমণ করেছি!
رَبَّنَا فَانْظُرْ إِلَيْنَا
بِالحَبِيبْ مَوْلَايْ مُحَمَّدْ
আমাদের প্রভু আমরা তোমার দিকে তাকানোর অনুরোধ করছি,
প্রিয়তম আমার প্রভু মুহাম্মদের মাধ্যমে!
صَلَوَاتٌ طَيِّبَاتٌ
لِلحَبِيبْ مَوْلَايْ مُحَمَّدْ
পবিত্র প্রার্থনা
প্রিয়তম আমার প্রভু মুহাম্মদের জন্য
نَاظِمُ الدُّرِّ المُحَرَّرْ
شَيْخُنَا مِنْ آلِ جَعْفَرْ
এই লিখিত মুক্তার রচয়িতা,
(আমাদের শায়খ) জাফরের ঘর থেকে,
َراجِي فَضْلًا مِنْكَ أَكْبَرْ
بِالحَبِيبْ مَوْلَايْ مُحَمَّدْ
তোমার সবচেয়ে বড় অনুগ্রহ চাইছে,
প্রিয়তম আমার প্রভু মুহাম্মদের মাধ্যমে!