حَسْبِي رَبِّي جَلَّ الله
আমার জন্য আমার প্রভু যথেষ্ট
حَسْبِي رَبِّي جَلَّ الله
مَا فِي بِقَلْبِي غَيْرُ اللَّهُ
আমার প্রভু আমার জন্য যথেষ্ট, আল্লাহর মহিমা
আমার হৃদয়ে আল্লাহ ছাড়া কিছু নেই
عَلَى الهَادِي صَلَّى الله
لَا إِلَهَ إِلَّا الله
গাইডের উপর শান্তি বর্ষিত হোক
আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই
separator
أَيُّهَا الحَامِلُ هَمّاً
إِنَّ هَذَا لَا يَدُومُ
হে চিন্তার বাহক
এটি স্থায়ী নয়
مِثْلَمَا تَفْنَى المَسَرَّةْ
هَكَذَا تَفْنَى الهُمُومْ
যেমন আনন্দ ম্লান হয়
তেমনি চিন্তাও ম্লান হয়
separator
حَسْبِي رَبِّي جَلَّ الله
مَا فِي بِقَلْبِي غَيْرُ اللَّهُ
আমার প্রভু আমার জন্য যথেষ্ট, আল্লাহর মহিমা
আমার হৃদয়ে আল্লাহ ছাড়া কিছু নেই
عَلَى الهَادِي صَلَّى الله
لَا إِلَهَ إِلَّا الله
গাইডের উপর শান্তি বর্ষিত হোক
আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই
separator
أَنْتَ شَافِي أَنْتَ كَافِي
أَنْتَ لِي نِعْمَ الوَكِيلْ
তুমি হচ্ছো নিরাময়কারী, তুমি হচ্ছো যথেষ্ট
তুমি আমার সেরা অভিভাবক
أَنْتَ عَوْنِي أَنْتَ حَسْبِي
أَنْتَ لِي نِعْمَ الكَفِيلْ
তুমি আমার সহায়ক, তুমি আমার জন্য যথেষ্ট
তুমি আমার সেরা পৃষ্ঠপোষক
separator
حَسْبِي رَبِّي جَلَّ الله
مَا فِي بِقَلْبِي غَيْرُ اللَّهُ
আমার প্রভু আমার জন্য যথেষ্ট, আল্লাহর মহিমা
আমার হৃদয়ে আল্লাহ ছাড়া কিছু নেই
عَلَى الهَادِي صَلَّى الله
لَا إِلَهَ إِلَّا الله
গাইডের উপর শান্তি বর্ষিত হোক
আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই
separator
عَافِنِي مِنْ كُلِّ دَاءٍ
وَاقْضِ عَنِّي حَاجَتِي
আমাকে প্রতিটি রোগ থেকে মুক্ত করো
আমার প্রয়োজন পূরণ করো
إِنَّ لِي قَلْباً سَقِيماً
أَنْتَ مَنْ يَشْفِي العَلِيلْ
আমার একটি অসুস্থ হৃদয় আছে
তুমি হচ্ছো যিনি অসুস্থকে নিরাময় করো
separator
حَسْبِي رَبِّي جَلَّ الله
مَا فِي بِقَلْبِي غَيْرُ اللَّهُ
আমার প্রভু আমার জন্য যথেষ্ট, আল্লাহর মহিমা
আমার হৃদয়ে আল্লাহ ছাড়া কিছু নেই
عَلَى الهَادِي صَلَّى الله
لَا إِلَهَ إِلَّا الله
গাইডের উপর শান্তি বর্ষিত হোক
আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই
separator
لَا تُدَبِّرْ لَكَ أَمْراً
فَذَوُوا التَّدْبِيرِ هَلْكَى
নিজের জন্য কিছু পরিকল্পনা করো না
কারণ পরিকল্পনাকারীরা ধ্বংসপ্রাপ্ত
كُلُّ شَيْءٍ بِقَضَانَا
بِرِضَانَا خَلِّ عَنْكَ
সবকিছু আমাদের আদেশে
আমাদের ইচ্ছায় সন্তুষ্ট থাকো
separator
حَسْبِي رَبِّي جَلَّ الله
مَا فِي بِقَلْبِي غَيْرُ اللَّهُ
আমার প্রভু আমার জন্য যথেষ্ট, আল্লাহর মহিমা
আমার হৃদয়ে আল্লাহ ছাড়া কিছু নেই
عَلَى الهَادِي صَلَّى الله
لَا إِلَهَ إِلَّا الله
গাইডের উপর শান্তি বর্ষিত হোক
আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই
separator
أَيُّهَا الحَامِلُ هَمّاً
إِنَّ حَمْلَ الهَمِّ شِرْكٌ
হে চিন্তার বাহক
চিন্তা বহন করা একটি শিরক
سَلِّمِ الْأَمْرَ إِلَيْنَا
نَحْنُ أَوْلَى بِكَ مِنْكَ
বিষয়টি আমাদের কাছে সমর্পণ করো
আমরা তোমার চেয়ে তোমার জন্য বেশি উদ্বিগ্ন